বালাগঞ্জে মুক্তিযোদ্ধা দিবসের শোভাযাত্রা আলোচনা সভা ও শহীদ মিনারে শ্রদ্বাঞ্জলি প্রদান
প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০১৬, ৭:৩৯ অপরাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধিঃ বালাগঞ্জ উপজেলা মুক্তিযোদ্বা সংসদের উদ্যোগে উপজেলা সদরে শোভাযাত্রা শেষে বালাগঞ্জ কেন্দ্রিয় শহীদ মিনারে শ্রদ্বাঞ্জলি শেষে আলোচনা সভা অনুষ্টিত হয়। আজ ১ লা ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ২ টায় উপজেলা মুক্তিযোদ্বা সংসদের কমান্ডার মুক্তিযোদ্বা মোঃ কামাল কনা মিয়ার সভাপতিত্বে ও সহকারি কমান্ডার মোঃ আশরাফুর রহমানের পরিচালনায় আলোচনায় অংশ নেন বালাগঞ্জ থানার ওসি ( তদন্ত) মোঃ জালাল উদ্দিন আহমদ, বালাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রজত দাস ভুলন, ইউনিয়ন কমান্ডার মুক্তিযোদ্বা আবুল হাসান হাসনু, সর্বমুক্তিযোদ্বা আব্দুছ ছত্তার ছতই, আব্দুল আজিজ, আব্দুল বারী, আব্দুল মন্নান, গৌরাঙ্গ নমঃসুদ্র, হোসেন আলী, আপ্তাব আলী, সোলেমান আলী, ব্যবসায়ি হিমাংশু ধর হিমু প্রমুখ। শুরুতে জািতর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মুক্তিযুদ্বে নিহত সকল শহীদের প্রতি শ্রদ্বা নিবেদন করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। মুক্তিযোদ্বা দিবস ঘোষনা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বালাগঞ্জ উপজেলা মুক্তিযোদ্বা সংসদের পক্ষ থেকে অভিনন্দন ও ধন্যবাদ জানানো হয়।