জেলা পরিষদ নির্বাচন : মনোনয়ন জমা দিলেন ওসমানীনগরের লুৎফুর রহমান
প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০১৬, ৬:৩০ অপরাহ্ণ
সুরমা নিউজঃ সিলেট জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ওসমানীনগরের কৃতি সন্তান এডভোকেট লুৎফুর রহমান। আওয়ামী লীগের কেন্দ্রীয়, জেলা ও মহানগরের শীর্ষ নেতাদের সাথে নিয়ে তিনি বৃহস্পতিবার দুপুরে মনোনয়ন পত্র জমা দেন। নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক জয়নাল আবেদীনের কাছে মনোনয়নপত্র জমা দেন লুৎফুর রহমান। মনোনয়নপত্র জমা দেয়ার আগে তিনি হযরত শাহজালাল (রা.) এর মাজার জিয়ারত করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এড. মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সৈয়দা জেবুন্নেছা হক, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদসহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এরআগে বুধবার চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন ড. এনামুল হক সর্দার ও জিয়াউদ্দিন লালা। আগামী ২৮ ডিসেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। সিলেট জেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা এক হাজার তিনশ ৪৩ জন।