ওসমানীনগরে দুর্বৃত্তকারীদের হামলায় টমটম চালক আহত
প্রকাশিত হয়েছে : ৩:১৯:৩৮,অপরাহ্ন ০১ ডিসেম্বর ২০১৬
সুরমা নিউজ ডেস্ক:
ওসমানীনগরে দুর্বৃত্তকারীদের হামলায় টমটম চালক গুরুতর আহত হয়েছেন।
আহত ব্যক্তি উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের কচপুরাই গ্রামের মৃত চান্দালী মিয়ার পুত্র মোঃ আঙ্গুর মিয়া (৪০)। স্থানীয়রা তাকে উদ্ধার করে থানা পুলিশকে অবগত করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
জানা যায়, গত বুধবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় টমটম চালক আঙ্গুর মিয়া স্থানীয় গোয়ালাবাজার থেকে যাত্রী নিয়ে সিকন্দরপুরে যান। সিকন্দরপুর থেকে গোয়ালাবাজার ফেরার পথে সিকন্দরপুর পূর্বগাঁও এলাকায় আসা মাত্র দুটি মোটরসাইকেল যোগে কয়েকজন দুর্বৃত্তকারীরা তাকে গতিরোধ করে। দুর্বৃত্তকারীরা আঙ্গুর মিয়াকে টমটম থেকে বের করে রাস্তার পাশে ধান খেতে ফেলে দেশীয় অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুঁপাতে থাকে। আঙ্গুর মিয়ার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।