বিজয়ের মাস ডিসেম্বরকে স্বাগত জানিয়ে সিলেটে বর্ণাঢ্য র্যালি
প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০১৬, ১১:১৩ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
মহান বিজয়ের মাস ডিসেম্বরকে স্বাগত জানিয়ে সিলেটে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে র্যালিটি বের করা হয়।
র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন বিভাগীয় কমিশনার মো: জামাল উদ্দীন আহমেদ।
র্যালিতে সিলেট জেলা প্রশাসক মো. জয়নাল আবেদিন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক প্রমুখ উপস্থিত ছিলেন।