বিমান বিধ্বস্তে নিহত ৭৬ আরোহীর ২০ জন সাংবাদিক
প্রকাশিত হয়েছে : ৬:৪১:৪০,অপরাহ্ন ৩০ নভেম্বর ২০১৬

এর আগে, কলম্বিয়ায় কোপা সুদামেরিকার ফাইনালে অংশ নেওয়ার জন্য ব্রাজিলের স্থানীয় একটি ক্লাবের ফুটবলার ও কর্মকর্তারা রওনা দেন। কিন্তু পথিমধ্যে সোমবার মধ্যরাতে লামিয়া বলিভিয়া নামে এলএমআই ২৯৩৩ ফ্লাইটটি ফুটবলারসহ ৮১ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত হলে ৭৬ জন মারা যান।
৬ জনকে জীবিত উদ্ধার করা হলেও পরে হাসপাতালে নেওয়ার পর একজন মারা যান। উদ্ধারকৃতদের মধ্যে ওই ক্লাবের ৩ খেলোয়াড় ও এক সাংবাদিক রয়েছেন। বিমানটি ২১ জন সাংবাদিক ফুটবল ম্যাচ কাভারেজের জন্য খেলোয়াড়দের সঙ্গে যাচ্ছিলেন। রয়টার্স জানায়, ব্রাজিলের শীর্ষস্থানীয় ফুটবল ক্লাব শাপেকোয়েন্সের খেলোয়াড়রা বিমানটিতে ছিলেন। বুধবার ইউরোপা লিগের অ্যাটলেটিকো নেসিওনালের বিপক্ষে কোপা সুদামেরিকানা কাপ ফাইনালের প্রথম পর্বে অংশ নেওয়ার কথা ছিল তাদের।
এদিকে, মঙ্গলবার ব্রাজিলের প্রেসিডেন্ট মিশেল তেমের খেলোয়াড় ও সাংবাদিকদের প্রাণহানির ঘটনায় তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।