সিলেটে স্থাপিত হচ্ছে আধুনিক পাঁচটি গোলচত্বর
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০১৬, ১০:৪১ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
পর্যটনের অপার সম্ভাবনার অঞ্চল সিলেট। এই অঞ্চলের প্রকৃতির রূপ পর্যটকের মনকে মোহনীয় করে তুলে। পর্যটনের আকর্ষণ বাড়াতে এবার বিভাগীয় এই নগরীতে নির্মিত হবে আধুনিক গোলচত্বর। স্থাপত্য শৈলীর মাধ্যমে এগুলোতে তুলে ধরা হবে সিলেটের ইতিহাস-ঐতিহ্যকে।
রবিবার সিলেটের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে অর্থমন্ত্রীর আহ্বানে ঢাকায় উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে দুইঘন্টাব্যাপি বৈঠক শেষে সিলেটের উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়।
গৃহিত সিদ্ধান্তের মধ্যে একটি হচ্ছে নগরী ও নগরীর বাইরে আধুনিক পাঁচটি গোলচত্বর নির্মাণ করা। পয়েন্টগুলো হচ্ছে- শহরতলীর হযরত শাহপরান (রহ.) মাজার গেইট, টুকেরবাজার (তেমুখি) পয়েন্ট, কদমতলী মুক্তিযোদ্ধা চত্বর, কাজিরবাজার (শেখঘাট) সেতুর প্রবেশমুখ ও ধোপাদিঘিরপাড় (হাফিজ কমপ্লেক্স) পয়েন্ট।
অর্থমন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ওই বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও রাজনৈতিক, পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।