সিলেটে প্রাকৃতিক সৌন্দর্য ও আধুনিকতার আলমাসে জমকালো আয়োজন
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০১৬, ১:৪৭ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
চারিদিকে সবুজের সমারোহ। গাছপালা ও ঘাসের সবুজ গালিচায় মুক্তাবিন্দুর মতো শিশির। সাথে হেমন্তের হিমেল হাওয়া। প্রকৃতির সকল সৌন্দর্যের সম্মেলন যেন এখানে। শীতের আগমনের পদধ্বনিতে প্রকৃতি সেজে উঠেছে নতুন আমেজে। তেমনি সেজেছিল সিলেট নগরীর আলমাস হোটেল এন্ড রেস্টুরেন্টটি। আলো ঝলমল চারপাশ। চারিদিকে সবুজের মোহনীয় রূপ আর তারই মাঝখানে লাল গালিচা। জমকালো পোশাকে লাল গালিচার সেটেই হাঁটছেন ঢাকা ও সিলেটের নামীদামী মডেলরা। গত ২৫নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৭টায় সিলেট নগরীর আলমাস হোটেল এন্ড রেস্টুরেন্টে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য ফ্যাশন শো, ড্যান্স ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
‘ব্লু বার্ড অটো প্রেজেন্টস উইন্টার ফ্যাশন কার্নিভাল’ শিরোনামে এই ফ্যাশন শোর আয়োজন করা হয়। ইমরান জুবায়ের’র কোরিওগ্রাফিতে শাড়ি, জিন্সের প্যান্ট-শার্ট, পাঞ্জাবি-পায়জামা, জ্যাকেট পড়ে সেটে হাঁটেন মডেলরা। পশ্চিমা পোশাকে ভিন্নতা পায় জমকালো এ আয়োজনটি। সাথে ছিলো তায়েফের ড্যান্স ও কনকের বেশ কয়েকটি গান। আর তা উপভোগ করেন আগত দর্শক, ব্যবসায়ী, শিল্পী এবং মিডিয়াকর্মীসহ বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ। আয়োজনটির মূলে ছিলেন মডেল আশফাক রানা, ইয়ামিন ওসমান, শাহ রাজু, ইমরান ওসমান, ও নাহিদ।
ফ্যাশন শো’তে অংশ নেয়া মডেলদের মধ্যে ছিলেন, জারা, সারাকা, নিপা, নুসরাত, সুমি, দিয়া, ইয়ামিন ওসমান, ফয়সাল, আশফাক রানা, নাহিদ, মারুফ, ইমরান ওসমান, শাহ রাজু, জনি, মাসুম, রবিন, হামজা প্রমুখ। অনুষ্ঠানটির অফিসিয়াল ফটোগ্রাফার ছিলেন তরুণ সিংহ। আয়োজনটি সফলভাবে সম্পন্ন হওয়ায় আগত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আয়োজকরা।
এদিকে সিলেটে এই প্রথমবারের মতো আশফাক রানার তত্ত্বাবধানে আলমাস হোটেল এন্ড রেস্টুরেন্টে এতো জমকালোভাবে আউটডোর প্রোগ্রাম সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ও আধুনিকতার এক অসাধারন সমন্বয়ে তৈরী এ হোটেলটির আউটডোরে ১হাজার দর্শক সম্বলিত অনুষ্ঠান আয়োজনের সব রকম ব্যবস্থা রাখবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
এছাড়া ভ্রমনবিলাসী মানুষের কাছে আনন্দ ভ্রমণ কিংবা উচ্ছল সময় কাটানোর প্রথম পছন্দের স্থান হতে পারে শাহপরান মাজার গেটে অবস্থিত আলমাস হোটেল এন্ড রেস্টুরেন্টটি। বৃক্ষের নয়নাভিরাম সবুজ দৃশ্য, ছায়াঘেরা নান্দনিক স্থাপনায় এই হোটেলটি সত্যিই মনোমুগ্ধকর। প্রকৃতির কাছাকাছি থাকার জন্য পরিবার-পরিজন নিয়ে নিরাপদ আবাসন, বিয়ে, গায়ে হলুদ, জন্মদিনসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, প্রদর্শনী, সম্মেলন ইত্যাদি ইভেন্ট আয়োজনের প্রধান আকর্ষণ এখন আলমাস হোটেল এন্ড রেস্টুরেন্টটি।
তাছাড়া আলমাসের রেস্টুরেন্টে রয়েছে বাংলাদেশীসহ এশিয়ার বিভিন্ন অঞ্চলের মজাদার খাবার। থাকছে বার-বি-কিউ পার্টি, প্রাইভেট বুকিং সুবিধা এবং পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে ভোজের নানা আয়োজন।