শাবির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ
প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০১৬, ৯:৫৯ অপরাহ্ণ
শাবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সোমবার সন্ধ্যায় এ ফলাফল প্রকাশিত হয়।
ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. এ এইচ এম বেলায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ভর্তি পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.sust.edu/admission) এর মাধ্যমে জানা যাবে। তাছাড়া শিক্ষার্থীরা যেকোনো মোবাইল অপারেটর থেকে (SUST< space >RESULT< space >Exam-Roll ) লিখে ১৬২৪২ নম্বরে SMS পাঠিয়ে ফল জানতে পারবেন।
উল্লেখ্য, গত শনিবার শাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘এ’ ইউনিটের ৬১৩টি আসনের বিপরীতে ১৮ হাজার ৪৮৭ জন এবং ‘বি’ ইউনিটে ৯৫০টি আসনের বিপরীতে ৩৫ হাজার ৫৪৩ জন শিক্ষার্থী আবেদন করে। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৮৪ শতাংশ এবং ‘বি’ ইউনিটে ৭৭ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিল।