আগামীকাল সিলেটের যেসব এলাকায় গ্যাস বন্ধ থাকবে
প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০১৬, ৯:৩৬ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
গ্যাস পাইপ লাইনে জরুরি মেরামত কাজের জন্য আগামীকাল মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেটের কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সোমবার (২৮ নভেম্বর) একথা জানিয়েছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।
যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে, সেগুলো হলো- জিন্দাবাজার, মির্জাজাঙ্গাল, লামাবাজার, রিকাবিবাজার, মিরেরময়দান ও চৌহাট্টা।
সোমবার সংশ্লিষ্ট এলাকাগুলোয় মাইকিং এর মাধ্যমে বাসিন্দাদের এ তথ্য জানানো হয়েছে।