স্কয়ার ছেড়ে সিআরপিতে যাচ্ছেন খাদিজা
প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০১৬, ১১:১৪ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
ছাত্রলীগ নেতার চাপাতির আঘাতে সঙ্কটাপন্ন অবস্থা থেকে প্রায় সুস্থ হয়ে ওঠা সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিস ঢাকার স্কয়ার হাসপাতাল ছেড়েছেন।
সোমবার সকাল সাড়ে দশটার দিকে তাকে একটি অ্যাম্বুলেন্সে করে সাভারের সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি) নিয়ে যাওয়া হয়। এসময় খাদিজার সাথে ছিলেন তার বাবা-মা এবং কয়েকজন নার্স।
খাদিজার বাবা মাসুক মিয়া এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, স্কয়ারের বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে আজ তাকে সিআরপিতে নিয়ে যাওয়া হচ্ছে। খাদিজার শারীরিক অবস্থার উন্নতি হলেও তার বাম হাত ও পা এখনও অবশ হয়ে আছে। এ জন্য তাকে সেখানে ফিজিওথেরাপি দেয়া হবে।
এর আগে গতকাল স্কয়ার হাসপাতালের পরিচালক মেডিকেল সার্ভিসেস অধ্যাপক ডা. মির্জা নাজিম উদ্দিন বলেছিলেন, খাদিজার শারীরিক অবস্থা এখন ভালো। মেডিকেল বোর্ড খাদিজার শারীরিক অবস্থা পর্যালোচনা করে দেখেছে- তার জেনারেল ও নিউরাল অবস্থা ভালো হয়েছে। তাকে এখন আর স্কয়ার হাসপাতালে রেখে চিকিৎসার প্রয়োজন নেই। তার শরীরের বাম অংশটা অবশ হয়ে আছে। এ জন্য ফিজিওথেরাপি প্রয়োজন। তাহলে সে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে।
গত ৩ অক্টোবর খাদিজাকে কুপিয়ে গুরুতর জখম করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সম্পাদক বদরুল আলম। পরে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বদরুল আলম বর্তমানে কারাগারে। তার বিরুদ্ধে আগামীকাল চার্জ গঠনের তারিখ নির্ধারিত রয়েছে।