খাদিজার চিকিৎসা খরচ মেটাবে কে?
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০১৬, ১০:৫২ অপরাহ্ণ
সুরমা নিউজ:
প্রায় ৯ সপ্তাহের চিকিৎসা শেষে নতুন জীবন পেয়ে দু-একদিনের মধ্যে স্কয়ার হাসপাতাল ছাড়বেন সিলেটের খাদিজা আক্তার নার্গিস। গত ৩ অক্টোবর সিলেট ছাত্রলীগ নেতা বদরুলের উপর্যুপরি ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক জখম হন তিনি।
ওইদিন তাকে যখন মুমূর্ষু অবস্থায় স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়, তখন চিকিৎসকরাও তার বাঁচার ব্যাপারে সন্দিহান ছিলেন। তবে বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সদস্যদের প্রাণান্তর প্রচেষ্টায় সুস্থ হয়ে উঠেছেন খাদিজা।
রোববার দুপুরে হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের সহযোগী পরিচালক ডা. মির্জা নাজিম উদ্দিন জানান, আপাতত খাদিজার স্কয়ার হাসপাতালে চিকিৎসা শেষ। এখন তাকে ফিজিওথেরাপি গ্রহণ করতে হবে।
এদিন হাসপাতাল কর্তৃপক্ষ আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, তিনি এখন সুস্থ। সবাই তার জন্য দোয়া করেছেন, এজন্যই সে বেঁচে উঠতে পেরেছে।
এদিকে খাদিজাকে নিয়ে সাধারণ মানুষের আগ্রহের শেষ নেই। খাদিজা এখন কতটুকু সুস্থ, পুরোপুরি সুস্থ হতে কতদিন লাগবে- এসব প্রশ্নের বাইরে সবাই যা জানতে চান তা হলো স্কয়ার হাসপাতালে খাদিজার টানা ৫৪ দিনের চিকিৎসায় কত লাখ টাকা খরচ হয়েছে। সেই খরচ কে বহন করবে?
নাম প্রকাশে অনিচ্ছুক স্কয়ার হাসপাতালের শীর্ষ এক কর্মকর্তা বলেন, খাদিজার সব খরচ সরকার বহন করার ঘোষণা দিলেও শেষ পর্যন্ত হয়তো হাসপাতাল কর্তৃপক্ষই তা বহন করবে এবং তা সরকারের নির্দেশেই করবে।
স্কয়ার হাসপাতালের ডিজিএম অ্যান্ড হেড অব মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ডা. ফয়সাল জামান বলেন, খরচ যত লাখ টাকাই হোক না কেন সে ব্যাপারে তারা কোন বক্তব্য দিতে রাজি নন।