সিলেটে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০১৬, ৯:৩৫ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট-তামাবিল সড়কের দাসপাড়ায় ট্রাক- সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত পরিচয়ের একজন নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
শাহপরাণ থানার উপ-পরিদর্শক (এসআই) দয়াময় দাস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সংঘর্ষের পর গুরুতর আহত একজনকে উদ্ধার করে ইবনে সিনা হাসপাতালে পাঠান স্থানীয়রা। সেখানে নেয়ার পর কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। তবে তার নাম পরিচয় এখনও পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।
দূর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে যায়। ট্রাকটি আটক করেছে পুলিশ।