সিলেটে ছয় বছরের শিশু ধর্ষণের অভিযোগ
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০১৬, ৯:৩০ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের গোলাপগঞ্জে ছয় বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। শিশুটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছে।
উপজেলার ভাদেশ্বর পূর্বভাগ নয়াপাড়া গ্রামের শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত রাজমিস্ত্রী পাপ্পু (২১) পলাতক রয়েছে।
শিশুটির বাবা জানান, সন্ধ্যায় স্থানীয় মুড়ারটিলা করবস্থানে নিয়ে তার শিশু কন্যাকে জোরপূর্বক নির্যাতন করে বখাটে পাপ্পু। এসময় শিশুটির কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখান থেকে অবস্থার অবনতি হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক শিবলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিষয়টি তিনি শুনেছেন। শিশুটি ওসিসিতে ভর্তি আছে। বিস্তারিত খোঁজ খবর নেয়া হচ্ছে। তবে এখনও কোন মামলা করা হয়নি বলে জানান তিনি।