জিন্দাবাজারে প্রকাশ্যে যুবক খুন : লাশ হস্তান্তর, ক্লু খুঁজছে পুলিশ
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০১৬, ৪:১৩ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেট নগরীর ব্যস্ততম এলাকা জিন্দাবাজারে প্রকাশ্যে যুবক খুনের ঘটনায় এখনও কোনো ক্লু উদ্ধার করতে পারেনি পুলিশ। তবে ক্লু উদ্ধারের চেষ্টা চলছে বলে পুলিশের বক্তব্য।
শনিবার দিবাগত রাত ৮টার দিকে জিন্দাবাজারের কাস্টমস অফিসের সামনে মিসবাহ উদ্দিন (২০) নামক যুবককে কুপিয়ে গুরুতর আহত করে অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্তরা। স্থানীয়রা দ্রুত তাকে ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মিসবাহ উদ্দিন নগরীর মজুমদারী এলাকার রহমত উল্লাহর ছেলে। তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজারে।
ঠিক কি কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনও বের করতে পারেনি পুলিশ।
নগরীর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুহেল আহমদ বলেন, পুলিশ এ হত্যাকাণ্ডের ক্লু উদঘাটনের চেষ্টা করছে। দ্রুতই এ ব্যাপারে সফলতা আসবে বলে আমরা আশাবাদী।
এদিকে নিহত মিসবাহ উদ্দিনের লাশ ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন ওসি।