মৌলভীবাজারে বিদ্যুৎ পেল ২৫৪ পরিবার
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০১৬, ৯:৫১ অপরাহ্ণ
বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজারের জুড়ী উপজেলার পূর্ব বটুলী চেকপোস্ট, বিরইনতলা ও ফুলতলা বস্তি, কালাছড়া গ্রামের ২৫৪ পরিবারের ঘরে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেছেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।
শনিবার (২৬ নভেম্বর) দুপুরে ও শুক্রবার (২৫ নভেম্বর) রাতে পৃথক বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হুইপ মো. শাহাব উদ্দিন এমপি। এতে সরকারের ব্যয় হয়েছে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গুলশানা আরা মিলি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল হোসেন, শফিক উদ্দিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, থানা অফিসার ইনচার্জ জালাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান ফয়াজ আহমদ, মাসুক আহমদ, হুইপের সহকারী একান্ত সচিব কবিরুজ্জামান চৌধুরী প্রমুখ।