আবারো সিলেটের জিন্দাবাজারে কলেজ শিক্ষার্থীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০১৬, ৯:১২ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট নগরীর জিন্দাবাজারে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এক কলেজ শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে।
শনিবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মেজবাহ উদ্দিন (২২), সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার রহমত উল্লাহর ছেলে। তিনি সিলেট কমার্স কলেজের শিক্ষার্থী।
পুলিশ সূত্রে জানা গেছে, জিন্দাবাজার কাস্টমস কার্যালয়ের সামনে ফুটপাতের উপর মেজবাহ উদ্দিনের উপর অতর্কিতে হামলা চালায় একদল দুর্বৃত্ত। ধারালো অস্ত্র দিয়ে তার গলার বাম পাশে আঘাত করলে গুরুতরভাবে আহত হন মেজবাহ। পরে প্রত্যক্ষদর্শীরা তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ জানান, প্রকাশ্যেই মেজবাহ উদ্দিন আততায়ীরা হত্যা করেছে। ঘটনার পেছনের কারণ জানা যায়নি। এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি বলেও জানান তিনি।