বিশ্বম্ভরপুরে র্যাবের অভিযানে মাদকসহ আটক এক
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০১৬, ৮:০১ অপরাহ্ণ
সুরমা নিউজঃ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে ভারতীয় অফিসার্স চয়েজ মদ সহ বিল্লাহ হোসেন (৪৪) নামের এক ব্যাক্তিকে আটক করেছে র্যাব।
শনিবার দুপুরে র্যাব-৯ এর সুনামগঞ্জ ক্যাম্পের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় বিল্লালের কাছ থেকে ৪৪ বোতল মদ উদ্ধারও করা হয়। উদ্ধারকৃত মাদকসহ আসামীকে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে।