হবিগঞ্জে মন্দিরে হামলা: মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০১৬, ২:৩৯ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরিশ্যামা গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয়, বাড়ি ঘরে হামলার ঘটনার মূল পরিকল্পনাকারী শিশু মিয়াকে (৫৭) গ্রেপ্তার করেছে মাধবপুর থানা পুলিশ।
এ খবরের সত্যতা নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আশীষ কুমার মৈত্র।
পুলিশ জানায়, গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আশীষ কুমার মৈত্র শনিবার (২৬ নভেম্বর) দুপুরে মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
পুলিশ সূত্রে আরো জানা যায়, গত ৩০ অক্টোবর রাতে হরিশ্যামা পালপাড়া ও দাশপাড়ায় শিশু মিয়ার নেতৃত্বে অন্তত শতাধিক লোক হিন্দুদের মন্দিরে হামলা চালায় ও ভাংচুর করে।
এ ঘটনায় হরিশ্যামা গ্রামে মনোরঞ্জন দাস বাদী হয়ে ৩৭ জনের নাম উল্লেখ করা সহ আরো অর্ধশতাধিক অজ্ঞাতনামার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আশীষ কুমার মৈত্র জানান, গ্রেপ্তারকৃত শিশু মিয়া ঘটনার মূল পরিকল্পনাকারী এবং এজাহারের ২ নং আসামি। মামলা দায়েরের পর থেকেই গ্রেপ্তার এড়াতে শিশু মিয়া পলাতক ছিল।
তিনি আরো বলেন, মন্দির ভাংচুর ও হামলার ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।