কিছুদিনের মধ্যেই বাড়ি ফিরবেন খাদিজা
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০১৬, ১:৫৫ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
স্কয়ার হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের পরিচালক ডা. মির্জা নাজিম উদ্দিন জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসাধীন খাদিজা বেগম নার্গিস কয়েকদিনের মধ্যেই বাড়ি ফিরবেন।
শনিবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে স্কয়ার হাসপাতালে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
ডা. মির্জা নাজিম উদ্দিন বলেন, খাদিজা এখন অনেকটা সুস্থ। শিগগির তাকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হবে।
প্রসঙ্গত, গত ৩ অক্টোবর সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ নেতা বদরুল আলমের চাপাতির কোপে গুরুতর আহত হন খাদিজা। প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর সেখান থেকে ৪ অক্টোবর তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে এনে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়। স্কয়ার হাসপাতালে প্রথম দফায় নার্গিসের মাথায় ও পরে হাতে অস্ত্রোপচার করা হয়। তার অবস্থার একটু উন্নতি হলে লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। এরপর আইসিইউ থেকে এইসডিইউ-তে স্থানান্তর করা হয়। সেখান থেকে ২৬ অক্টোবর তাকে কেবিনে নেওয়া হয়। এরপর আবারো মাথায় ও হাতে অস্ত্রোপচার করা হয়। বর্তমানে অনেকটা ভালো অবস্থায় রয়েছেন খাদিজা।