আগামীকাল সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০১৬, ১০:৩২ অপরাহ্ণ
সুরমা নিউজ:
জরুরী মেরামত ও সংরক্ষণ কাজের জন্য সিলেটে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর আওতাধীন কিছু এলাকায় শনিবার (২৬ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট অঞ্চলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এলাকাগুলো হচ্ছে- খোজারখলা টেকনিক্যাল রোড, স্টেশন রোড, ভার্থখলা, টার্মিনাল, কদমতলী ঝালোপাড়া, সিলেট বাইপাস, জালালপুর বিসিক এলাকা, আলমপুর ও তদসংলগ্ন এলাকা।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, নির্ধারিত সময়ের পূর্বে মেরামত কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।