ওসমানীনগর ও গোয়াইনঘাট ইউএনও’র মোবাইল নম্বর ক্লোন করে চাঁদাবাজি!
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০১৬, ১০:২১ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালাহ উদ্দিনের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে তার ও ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শওকত আলীর নামে দুটি উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানদের কাছে টাকা দাবি করেছে একটি প্রতারক চক্র।
ওসমানীনগর ও গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিস সূত্রে জানা যায়, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সালাহ উদ্দিনের সরকারি মোবাইল নম্বরটি একটি প্রতারক চক্র ক্লোন করে। পরে এই নম্বর থেকে গত বৃহস্পতিবার গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম ও নন্দিরগাও ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ চৌধুরীর কাছে ইউএনও’র নামে টাকা দাবি করে প্রতারক চক্র।
বিষয়টি চেয়ারম্যানদের সন্দেহ হলে তারা ইউএনও’র ব্যক্তিগত নম্বরে যোগাযোগ করেন। পরে ইউএনও’র নম্বরটি ক্লোন হবার বিষয়টি ধরা পরে।
এদিকে গোয়াইনঘাট ইউএনও সালাহ উদ্দিনের ক্লোন হওয়া সরকারি মোবাইল নম্বর দিয়ে ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউপির চেয়ারম্যানদের কাছে ফোন করা হয়। এসময় প্রতারক চক্রের ওই সদস্য নিজেকে ওসমানীনগরের ইউএনও মোহাম্মদ শওকত আলী বলে পরিচয় দেন।
এসময় দয়ামীর ইউপি চেয়ারম্যান এস টি এম ফখর উদ্দিন বলেন, এটা ইউএনও শওকত আলীর নম্বর না। পরে তার সঙ্গে আর বেশি কথা না বলে ফোন কেটে দেয় প্রতারক চক্রের সদস্যরা।
বিষয়টি তাৎক্ষনিকভাবে গণমাধ্যমকর্মীসহ প্রশাসনের সংশ্লিষ্টদের অবগত করে ওসমানীনগরের ইউএনও খোঁজ নিয়ে জানতে পারেন তার নামে যে নম্বর দিয়ে ফোন করা হয়েছিল সেটি গোয়াইনঘাট ইউএনও সালাহ উদ্দিনের ক্লোন হওয়া সরকারি নম্বর।
ওসমানীনগরের দয়ামীর ইউপি চেয়ারম্যান এস টি এম ফখর উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, শুক্রবার সকালে একটি অপরিচিত নম্বর থেকে ইউএনও শওকত আলীর নাম করে একটি ফোন আসে। বিষয়টি শওকত আলীকে জানালে তিনি কোনো ফোন করেননি বলে জানান। পরে জানা যায়- গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সালাহ উদ্দিনের ক্লোন হওয়া মোবাইল নম্বরটি দিয়ে তাকে ফোন করা হয়।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সালাহ উদ্দিন তার মোবাইল নম্বরটি ক্লোন হবার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলীও বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে তিনি পুলিশকে অবগত করেছেন।