সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০১৬, ৮:২২ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সুনামগঞ্জ-সিলেট সড়কে বড়কাপন এলাকায় পিকআপ ভ্যানচাপায় নাদিম (১০) নামের এক শিশু মারা গেছে। শুক্রবার (২৫ নভেম্বর) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নাদিম জেলার ছাতক উপজেলার কামরাঙ্গী গ্রামের শামছু মিয়ার ছেলে। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল ৮টার দিকে সিলেট থেকে একটি পিকআপ ভ্যান সুনামগঞ্জ যাওয়ার পথে সুনামগঞ্জ-সিলেট সড়কের বড়কাপন এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে শিশু নামিদসহ ৩ পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু নাদিম মারা যায় এবং ২ পথচারী আহত হয়। আহতদের দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়।
জয়কলস হাইওয়ে পুলিশের এসআই শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শিশু নাদিমের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।