জগন্নাথপুরে যুক্তরাজ্য সেচ্ছাসেবকলীগ নেতা ছানুর দাফন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০১৬, ১১:০২ অপরাহ্ণ
জগন্নাথপুর প্রতিনিধি:
জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের শ্রীরামসী পূর্বপাড়া গ্রামের বাসিন্দা প্রবাসী সজ্জন ব্যক্তিত্ব মিয়া আখতার হোসেন ছানুর দাফন সম্পন্ন হয়েছে। মরহুমের মরদেহ এক নজর দেখার জন্য লোকজন শ্রীরামসী তার নিজ বাড়িতে ভীড় জমান। সৎ নিষ্টাবান রাজনীতিবিদ হিসেবে তিনি ছিলেন সু-পরিচিত। সময়ের বেশীর ভাগ সময় টুকু তিনি মানুষের কল্যানে ব্যায় করতেন। তার অকাল মৃত্যুতে জগন্নাথপুর উপজেলার সর্বস্তরের নাগরিকবৃন্দ শোকে মুহ্যমান হয়ে পড়েন।
পরিবারের লোকজন ও আত্মীয় স্বজনদের বুকফাটা করুন আর্তনাদে সেখানে হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা ঘটে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় মরহুমের তৃতীয় জানাযা শ্রীরামসী বাজার সংলগ্ন মাঠে অনুষ্টিত হয়।
ঢাকা, সিলেট, সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা সহস্রাধিক মুসল্লীদের অংশ গ্রহনে জানাযার নামাজ পুর্ব মরহুম মিয়া আক্তার হোসেন ছানুর রাজনৈতিক, সামাজিক ও কর্মময় বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বিদেহী আত্মার শান্তি কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিছবাহ, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা আজিজুস সামাদ আজাদ ডন, কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ, সিলেট জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি কাউন্সিলর আপ্তাব খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি হরমুজ আলী, যুক্তরাজ্য শাপলা ইয়ুথ্ ফোর্সের চেয়ারম্যান জুলফিকার আহমদ সাঈদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মোশাহিদ, যুক্তরাজ্য সেচ্ছাসেবকলীগের ত্রান বিষয়ক সম্পাদক হাবিবুর রমান, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, মরহুমের ভাই আনোয়ার হোসেন হিরন প্রমূখ। পরে মরহুমের মামাতো ভাই হাফিজ সাইফুর রহমানের ইমামতিতে নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। মরহুমের কফিনে সিলেট জেলা আওয়ামীলীগ, কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগ, যুক্তরাজ্য আওয়ামীলীগ, যুক্তরাজ্য সেচ্ছসেবকলীগ, সিলেট জেলা ও মহানগর সেচ্ছাসেবকলীগসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করেন। জানাযার নামাজে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক সিটি কাউন্সিলর আব্দুল খালিক, বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের সভাপতি পংকী খান, যুক্তর্যা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মাসুক ইবন আনিছ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রজাউল করিম রিজু, যুগ্ম সম্পাদক সিরজ উদ্দিন মাষ্টার, লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, জগন্নাথপুর পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজি ইকবাল হোসেন ভুইয়া, সুনামগঞ্জ জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সুহেব চৌধুরী, কলকলিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাশিম, পাটলী ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, সৈয়দপুর-শাহারপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব তৈয়ব মিয়া কামালী, পাইলগাঁও ইউপি চেয়ারম্যান মুখলেছ মিয়া, যুক্তরাজ্য যুবলীগের সাবেক সভাপতি আরজ আলী, যুক্তরাজ্য মিডল্যান্ড আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব আকমল খান, যুক্তরাজ্য যুবলীগের সাবেক সভাপতি আজাদ আলী,
জগন্নাথপুর পৌরসভার কাউন্সিলর আবাব মিয়া, কাউন্সিলর সোহেল আহমদ, উপজেলা আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম, মুজিুবর রহমান মুজিব, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাবেক আহবায়ক হবিবুর রহমান হাবিব, পৌর সেচ্ছাসেবকীগের সাবেক আহবাক ছালিক আহমদ, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক আজহারুল হক ভুইয়া শিশু, স্বাস্থ্য ও জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইব্রাহিম আলী, যুবলীগ নেতা বাদশা মিয়া, উপজেলা ছাত্রলীগের প্রস্তুতি কমিটির সাধারন সম্পাদক রুমেন আহমদ, যুগ্ম সম্পাদক আব্দুল মুকিত, উপজেলা ছাত্রলীগ নেতা মাহবুব হোসেন, হুমায়ুন খান, তানভীর আলম পিয়াসসহ রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দসহ সকল শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন। গত মঙ্গলবার সকাল ১১টায় ঢাকার শান্তিনগরস্থ তার নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। যুক্তরাজ্য ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক ও যুক্তরাজ্য সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। মরহুম মিয়া আখতার হোসেন সানু ৮০ দশকে যুক্তরাজ্য শাপলা ইয়ুথ্ ফোর্সের নেতৃত্বে থেকে যুক্তরাজ্যব্যাপী যুবকদের সংগঠিত করেন। প্রবাসী বাঙ্গালীদের বিভিন্ন দাবী-দাবা অধিকার আদায়ের আন্দোলনেও তিনি সক্রিয় ছিলেন।