মৌলভীবাজার কারাগারে অতিরিক্ত টাকা আদায়
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০১৬, ১০:৪১ অপরাহ্ণ
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার জেলা কারাগারে আসামিদের সঙ্গে সাক্ষাৎ লাভে, জামিনপ্রাপ্ত আসামিদের ছাড়তে, বন্দি আসামিদের প্রয়োজনীয় কাপড় ও খাবার দিতে অতিরিক্ত টাকা আদায়ের একাধিক অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, আসামিদের সঙ্গে তাদের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ লাভের আইনি সুযোগ রয়েছে। ওই সাক্ষাৎ লাভে নির্ধারিত ফরমে আবেদন করে স্ব-ইচ্ছায় মসজিদের ফান্ডে ৫ টাকা জমা দিলে নির্ধারিত স্থান দিয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করা যায়। কিন্তু কারাগারের কিছু অসাধু কর্মকর্তা সাক্ষাৎকারীদের বেআইনিভাবে মূল ফটকের ভিতর দিয়ে আসামিপ্রতি ৫০০ টাকা হারে সাক্ষাৎ করার সুযোগ দেন।
সরেজমিন জেল গেটে গেলে সাক্ষাৎ করতে আসা মৌলভীবাজারের বর্ষিজোড়া এলাকার আয়শা খাতুন বলেন, ৫০০ টাকা দিয়ে মূল ফটকের ভিতরে আমার ছেলেকে দেখেছি। কুলাউড়ার কাদিপুর থেকে আসা ইন্তাজ আলী বলেন, বাবা এখানে শুধু টাকার খেলা। টাকা না হলে কোনো কাজ হয় না। ছেলেকে দেখছেন কিনা জিজ্ঞাসা করলে তিনি বলেন, এখন ১২টা হয়ে গেছে, ৫ টাকা দিয়ে আর দেখা যাবে না। তবে মূল ফটকের ভিতর দিয়ে ৫০০ টাকা হলে এখনও দেখতে পারব। কিন্তু আমরা গরীব মানুষ। আমাদের এত টাকা নেই। দুপুর ২টার পর ৫ টাকা দিয়ে দেখব।
প্রতিনিয়ত কারা কর্তৃপক্ষ সাধারণ মানুষের কাছ থেকে বেআইনিভাবে হাতিয়ে নিচ্ছেন বড় অংকের টাকা।
কুলাউড়া উপজেলার মাহিরুল ইসলাম ও জুড়ী উপজেলার জামাল উদ্দিন বলেন, মূল ফটকের ভিতর দিয়ে দেখতে ৫০০ টাকা, কাপড় ও খাবার দিলে অতিরিক্ত টাকা এবং আসামির স্বাক্ষর আনতে হলে তাদের ৩০০-৫০০ টাকা দিতে হয়।
এ বিষয়ে জেল সুপার আনোয়ার হোসেন বলেন, দর্শনার্থীদের কাছ থেকে ৫০০ টাকা আদায়ের বিষয়টি আমার জানা নেই। সিসি ক্যামেরার মাধ্যমে আপনি দেখতে পারছেন এমন প্রশ্ন করলে তিনি বলেন, খোঁজ নিয়ে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।