সিলেটে গৃহকর্মীকে ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা, দুইজনের যাবজ্জীবন
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০১৬, ১০:২৪ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেটে গৃহকর্মী হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোঃ আকবর হোসেন মৃধা এ রায় প্রদান করেন।
নাজমা বেগম হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন, সিলেট সদর উপজেলার পলিয়া গ্রামের মৃত ইশরাক আলীর ছেলে আখলাছ মিয়া (৩০) ও একই উপজেলার দেওয়ানেরচক গ্রামের জব্বার আলীর ছেলে সোরমান আলী (২২)। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, সিলেট শহরতলীর চকগ্রামের আরব আলীর ছেলে আব্দুস ছালামের বাড়িতে রাজমিস্ত্রি আখলাছ মিয়া ও নির্মাণ শ্রমিক সোরমান আলী কাজ করতেন। এ সময় আব্দুস ছালামের গৃহকর্মী নাজমা বেগম (১৮) এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে সোরমান আলীর। ২০০০ সালের ২২ ফেব্রুয়ারি রাত ৯ টার দিকে আখলাছ ও সোরমান বিয়ের কথা বলে আব্দুস ছালামের বাড়ি থেকে নাজমাকে ডেকে নিয়ে ছড়াগাং চা বাগানে নিয়ে যায়। এ সময় আখলাছ ও সোরমান নাজমাকে ধর্ষণের চেষ্টা করে। ধর্ষণে ব্যর্থ হয়ে তারা নাজমাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে সেখানে ফেলে যায়। ঘটনার পরদিন ২৩ ফেব্রুয়ারি পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আব্দুস ছালাম বাদি হয়ে আখলাছ মিয়া ও সোরমান আলীর বিরুদ্ধে সিলেটের কোতোয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা নাম্বার ৬৩/২০০০। ২৪ ফেব্রুয়ারি গ্রেফতারকৃত আখলাছ মিয়া ও সোরমান আলী গৃহকর্মী নাজমা হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দী প্রদান করে।
তদন্ত শেষে তৎকালীন কোতোয়ালী থানার এসআই জাকের হোসাইন মাহমুদ আসামীদের অভিযুক্ত করে আদালতে ওই বছরের ১ মে মামলার চার্জশিট দাখিল করেন। দীর্ঘ শুনানি ও ১১ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে (২৪ নভেম্বর) বৃহস্পতিবার আদালত আসামী আখলাছ মিয়া ও সোরমান আলীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন দণ্ডাদেশ প্রদান করেন আদালত। রায়ে তাদেরকে এক হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ২ মাসের সশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়।