চোরাই অটোরিক্সাসহ চোর চক্রের ২ সদস্য আটক
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০১৬, ৭:৪৬ অপরাহ্ণ
সুরমা নিউজঃ বিয়ানীবাজার থানার মাথিউরা ইউনিয়ন এলাকা থেকে একটি চোরাই সিএনজিসহ দুই জনকে প্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা চোর চক্রের সদস্য বলে ধারণা করছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাত ৩টা ১৫ মিনিটে সিএনজি চুরি মামলায় গ্রেপ্তারকৃত আসামী ও গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. নুরুল আলমের নেতৃত্বে মহানগর গোয়েন্দা পুলিশ এবং বিয়ানীবাজার থানা পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করেন।
মাথিউরা ইউনিয়নের নালবহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পৌছা মাত্রই পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাই সিএনজি রেখে আসামীরা পালিয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে দুই জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীদ্বয়ের নাম মারুফ আহমদ (২৮) ও গিয়াস উদ্দিন (২৭)।
গ্রেপ্তারকৃত আসামীরা সিএনজি অটোরিক্সা, মোটরসাইকেল ও গাড়ি চুরির আন্তঃজেলা চোর দলের সক্রিয় সদস্য এবং চোরাই গাড়ি কেনাবেচার সাথে জড়িত বলে স্বীকার করেন।
পুলিশ জানায়, তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
অপরদিকে দক্ষিণ সুরমা থানায় রুজুকৃত আরেকটি সিএনজি চুরির মামলার প্রধান আসামী মো. মোখলেছুর রহমান (৩৫) কে গ্রেপ্তার করা হয়। উল্লেখিত আসামী আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য।