লন্ডনে বাঙালী পাড়ায় পুলিশকে কিশোরদের ছুরিকাঘাত : পৃথক ঘটনায় আহত ৪জন
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০১৬, ৩:৫৮ পূর্বাহ্ণ
লন্ডন অফিসঃ পূর্ব লন্ডনের বো রেজিস্ট্রার্ড অফিসের কাছে সাদা পোশাকধারী এক পুলিশ কর্মকর্তা ছুরিকাঘাত করা হয়েছে। মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে বলে মেট পুলিশ জানিয়েছে। আহত অফিসারকে (৪০) হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে হামলাকারীরা সবাই কিশোর। তাদের মধ্যে তিনজন বালক ও একজন বালিকা রয়েছে।
এটেম টু মার্ডারের অভিযোগে একজন পুরুষকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে এটি কোন সন্ত্রাসী হামলা নয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করেছে। পুলিশ মনে করে হামলাকারী কিশোর কিশোরীর বয়স লেইট টিনেজার। পুলিশ বলছে হামলাকারীরা হয়ত জানতনা আক্রান্ত ব্যক্তি পুলিশ অফিসার।
পুলিশ আরো জানিয়েছে হামলাকারী এর আগে ডকল্যান্ড লাইট রেলওয়ে স্টেশনে এক মটর সাইকেল আরোহীকে ছুরিকাঘাত করে। এদিকে মঙ্গলবার একাধিক ঘটনায় আরো ৪জন পুলিশ অফিসার আহত হয়েছেন। লেমবাথ এলাকায় দুইজন, ক্রয়ডন এলাকায় এলাকায় ও নিউক্রস এলাকায় একজন করে পুলিশ অফিসার আহত হয়েছেন বলে মেট পুলিশ জানিয়েছে।