সিগারেট থেকে নগরীর কাকলী শপিং সেন্টারে আগুন
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০১৬, ৯:২১ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিগারেটের ফেলে দেওয়া অংশ থেকে নগরীর জিন্দাবাজারের কাকলি শপিং সেন্টারে আগুন লাগে।
বুধবার সন্ধ্যা ৬ টার আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘন্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আগুনে বিপণী বিতানটির অষ্টমতলা ক্ষতিগ্রস্ত হলেও ওই তলায় কোনো ব্যবসা প্রতিষ্ঠান চালু না থাকায় বড় ধরণের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
আগুন লাগার পর ধোয়া আশপাশে ছড়িয়ে পড়লে জিন্দাবাজার এলাকায় আতঙ্ক দেখা দেয়। আতংকিত ব্যবসায়ী ও জনতা সড়কে জড়ো হলো কিছুক্ষণ জিন্দাবাজার-জল্লারপাড় সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
কাকলি শপিং সেন্টারের ব্যবসায়ী শাহী আহমদ বলেন, মার্কেটের অষ্টম তলা এখনো চালু হয়নি। তাই বিভিন্ন ফ্লোরের ব্যবসায়ী-কর্মচারীদের অনেকে অষ্টম তলায় গিয়ে ধূমপান করেন। এছাড়া অনেকে সেখানে আবর্জনাও ফেলে দেন।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে, জ্বলন্ত সিগারেট আবর্জনায় ফেলে দেওয়া এ আগুনের সূত্রপাত হতে পারে।
এ ব্যাপারে দমকল বাহিনী সিলেটের উপ পরিচালক রফিকুল ইসলাম বলেন, সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুনের সূত্রপাতের বিষয়টি নিশ্চিত করতে না পারলেও ক্ষয়ক্ষতি তেমন হয়নি বলে জানান তিনি।