আজ সিলেট আসছেন প্রধানমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০১৬, ১২:২২ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
সেনাবাহিনীর নবগঠিত ১১ পদাতিক ব্রিগেডের পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দিতে আজ বুধবার সিলেট আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই সফরে তার একটি জনসভায় অংশ নেওয়ার কথা থাকলেও আসন্ন জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় আচরণবিধির বিষয়টি মাথায় রেখে তা স্থগিত করা হয়েছে বলে মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান জানিয়েছেন।
সফরসূচি অনুযায়ী, সকাল ১০টা ৪৫ মিনিটে বিমানে করে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, সিলেটে পৌঁছে শুরুতেই হযরত শাহজালাল (র.) ও শাহপরাণের (র.) মাজার জিয়ারত করবেন শেখ হাসিনা।
দুপুরে জালালাবাদ সেনানিবাসে ১৭ পদাতিক ডিভিশনের অধীনে গঠিত ১১ পদাতিক ডিভিশনের পতাকা উত্তোলন অনুষ্ঠানে তিনি যোগ দেবেন।
সিলেট সফর শেষে বিকালেই তার ঢাকায় ফেরার কথা রয়েছে বলে প্রেস উইং থেকে জানানো হয়েছে।
এদিকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে সিলেটে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বলে জানিয়েছেন সাবেক মেয়র কামরান।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে স্বাগত জানাতে দেয়ালে দেয়ালে টানানো হয়েছে পোস্টার। তোরণ, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে পুরো সিলেট নগরী।
চলতি বছর সিলেটে প্রধানমন্ত্রীর দ্বিতীয় সফর এটি। এর আগে গত ২১ জানুয়ারি সিলেট সফরে গিয়েছিলেন তিনি।
কামরান বলেন, “এই সফরে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে একটি জনসভায় প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার কথা ছিল। ১৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনেরও কথা ছিল। সেভাবে প্রস্তুতিও নেওয়া হয়েছিল। কিন্তু জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় আচরণবিধি লঙ্ঘন হতে পারে বলে সেসব কর্মসূচি স্থগিত করা হয়েছে।”
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ জানান, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সিলেট মহানগরীর নিরাপত্তা জোরদার করা হয়েছে।
“প্রধানমন্ত্রী যেসব সড়ক দিয়ে যাবেন, সেসব সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। পাশাপাশি ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি আমরা।”