ব্যস্ত সময় কাটাচ্ছেন লেপ-তোষকের কারিগররা : বছরের তিন মাসের আয় দিয়ে চলে সংসার
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০১৬, ৯:৪৪ অপরাহ্ণ
তোফায়েল আহমেদ পাপ্পু, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) থেকে:
শীতের আগমনে প্রতি বছরই লেপের চাহিদা বেড়ে যায়। এ সময় অনেকেই নতুন লেপ কিনে বা তৈরি করে নেন। মৌলভীবাজারের শ্রীমঙ্গল এলাকাও এ থেকে ব্যতিক্রম নয়। এখানে শীত পড়তে শুরু করায় নতুন লেপ আর তোষক কিনতে ব্যস্ত হয়ে পড়েছেন অনেকেই। প্রতিবছর দাম বাড়লেও নতুন লেপ কিনতে হয় অনেককে। তাই শীতের শুরুতে ব্যস্ত হয়ে পড়েছেন লেপ-তোষকের কারিগর ও ব্যবসায়ীরা।
বছরের নভেম্বর থেকে শুরু হওয়া শীত মৌসুম চলে জানুয়ারি মাস পর্যন্তু। দোকানীরা বলছেন, বছরের এই সাড়ে তিন মাসের আয় দিয়ে তাদের সারা বছর চালাতে হয়। তবে তুলা ও কাপড়ের দাম বেড়ে যাওয়ায় গতবছরের তুলনায় এবছর লেপ ও তোষক প্রতি গড়ে ২০০(দুইশ) টাকা করে দাম বেড়েছে। তবুও শীতের এই অপরিহার্য বস্তু লেপের জন্য ব্যস্ত সবাই ।
লেপ-তোষকের কারিগর মো: সালাম সুরমানিউজ টোয়েন্টিফোর.কমকে জানান, বছরের অন্যসময় হাতে তেমন কাজ থাকেনা। শীতের শুরুতে দম ফেলবার সময় পাওয়া যায় না।
ব্যবসায়ীরা জানান, বছরের বেশিরভাগ সময় এই ব্যবসা তেমন থাকে না । শীতের মৌসুমেই আমাদের মূল ব্যবসা হয়। এ দিয়েই সারা বছর চলতে হয়।
ক্রেতা বিক্রমজিৎ বর্ধন সুরমানিউজকে বলেন, শীতের জন্য লেপ তৈরি করতে এসেছি। দাম একটু বেশি নিচ্ছে। তবু শীতের জন্য তৈরি করতে হবে।
শ্রীমঙ্গল শহরের লেপ-তোষক কারিগর আনফর আলী জানান, শীতের শুরু থেকেই দিন রাত লেপ তোষক তৈরীতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তারা ক্রেতাদের চাহিদার বিষয়টি মাথায় রেখে সাধ্য মত চেষ্টা করেন চাহিদা পূরণের জন্য।