প্রধানমন্ত্রীর সিলেট সফর : নগরীর যে সড়কগুলোতে যানচলাচল বন্ধ থাকবে
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০১৬, ১২:২০ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফর উপলক্ষে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) পক্ষ থেকে সর্বসাধারণের জ্ঞাতার্থে এক নির্দেশনা জারি করা হয়েছে।
সফরকে সামনে রেখে আগামী বুধবার ২৩ নভেম্বর সিলেটের কয়েকটি সড়কে যানচলাচলের ব্যাপারে নির্দেশনা দিয়েছে সিলেট মহানগর পুলিশ।
নির্দেশনা:
১। প্রধানমন্ত্রী সিলেট সফরের অংশ হিসেবে হযরত শাহজালাল (রহঃ) মাজার, হযরত শাহপরাণ (রহঃ) মাজার জিয়ারত ও জালালাবাদ সেনানিবাসে অনুষ্ঠানে যোগদান করবেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তার স্বার্থে বুধবার সকাল ১০ টার পর সিলেট এমএজি ওসমানী বিমানবন্দর থেকে সিলেট শহর এবং সিলেট শহর থেকে এমএজি ওসমানী বিমানবন্দরের দিকে সকল প্রকার যানবাহন চলাচল সাময়িক নিয়ন্ত্রিত/বন্ধ থাকবে।
এসকল সড়ক ব্যবহারকারিদের সকাল ১০ টার পূর্বেই তাদের গন্তব্যে পৌঁছানোর পরিকল্পনা করার জন্য অনুরোধ করা হলো।
২। আবার বুধবার বিকাল পৌণে ৩ টার পর প্রধানমন্ত্রী সিলেট বিমানবন্দরে না পৌঁছানো পর্যন্ত এমএজি ওসমানী বিমানবন্দর থেকে সিলেট শহর এবং সিলেট শহর থেকে এমএজি ওসমানী বিমানবন্দর পর্যন্ত সকল প্রকার যানবাহন চলাচল নিয়ন্ত্রিত/বন্ধ থাকবে।
৩। বুধবার বিভিন্ন সময়ে বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত/বন্ধ থাকবে বিধায় প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীদেরকে যৌক্তিক সময়ে নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
এসব নির্দেশনার কারণে সর্বসাধারণের সাময়িক অসুবিধার জন্য সিলেট মেট্রোপলিটন পুলিশ কর্তৃপক্ষ দুঃখপ্রকাশ করেছেন।