হঠাৎ আদালতে সিলেটের সাবেক সংসদ সদস্য লেচু মিয়া
প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০১৬, ৩:৩৩ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
গাজীপুরের টঙ্গী বিসিক নগরীর ট্যাম্পাকো ফয়েলস কারখানার মালিক বিএনপির সাবেক সংসদ সদস্য সৈয়দ মো. মকবুল হোসেন (লেচু মিয়া) আগাম জামিন নিতে হাইকোর্টে হাজির হয়েছেন।
সোমবার (২১ নভেম্বর) দুপুরে হাইকোর্টে হাজির হন সিলেটের এই সাবেক সাংসদ।
গত ১০ সেপ্টেম্বর সকালে এই কারখানা এক ভয়াবহ বিস্ফোরণের পর আগুনেপুড়ে যায়। এ ঘটনায় ৪২ জন নিহত হয়েছেন, যাঁর মধ্যে কারখানার কর্মী ৩৯ জন। আহত হন কমপক্ষে ৪০ জন। এ দুর্ঘটনায় পুরো কারখানাটি ধ্বংস হয়ে গেছে। শ্রমিক-কর্মচারী-কর্মকর্তা মিলিয়ে মোট ২৬৪ জন এখন বেকার। পরিবার নিয়ে তাঁরা এখন বিপাকে পড়েছেন।
নিহত ও আহত ব্যক্তিদের পরিবার এবং বেকার কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুর্ঘটনার পর টাম্পাকো কর্তৃপক্ষ তাদের কারও পাশে দাঁড়ায়নি। কোনো ধরনের আর্থিক সহায়তা করেনি। এমনকি কোনো খোঁজও নেয়নি।
বিস্ফোরণের পর পুলিশ কারখানার মালিক মকবুল হোসেন, ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহম্মেদসহ কারখানার মোট ১০ কর্মকর্তার বিরুদ্ধে হত্যাসহ কয়েকটি অভিযোগে মামলা করে।
১০ সেপ্টেম্বরের ওই দুর্ঘটনার পর থেকেই উধাও ছিলেন ট্যাম্পাকো মালিক মকবুল হোসেন। সোমবার হঠাৎ করেই আদালতে হাজির হন তিনি।
বিচারপতি একেএম আসাদুজ্জামন এবং বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চে তার জামিন শুনানি হতে পারে বলে জানা গেছে।