সাড়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ
প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০১৬, ৩:৪৩ অপরাহ্ণ
নবীগঞ্জ সংবাদদাতা:
হবিগঞ্জের নবীগঞ্জে সাড়ে ৩ বছরের এক শিশুকে ধর্ষণ করছে এক লম্পট। গুরুতর অসুস্থ অবস্থায় ওই শিশুকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, গতরাত পৌনে নয় টার দিকে উপজেলার দেবপাড়া ইউনিয়নের ফুটারচক গ্রামের কামাল মিয়ার স্ত্রী তার শিশুকন্যাকে ঘরে রেখে পাশের বাড়িতে তার ছেলেকে খুঁজতে যান। এ সুযোগে প্রতিবেশী মোবাশ্বির মিয়ার ছেলে রুহেল মিয়া (১৮) ঘরে প্রবেশ করে ওই শিশুকে ধর্ষণ করে। এ সময় শিশুর চিৎকার শুনে তার মা দৌড়ে এসে লম্পটকে হাতেনাতে আটক করেন। কিন্তু লম্পট রুহেল শিশুর মাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় শিশুকন্যাকে প্রথমে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাত ১টার দিকে আশঙ্কাজনক অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠায়। এ ঘটনার পর থেকে লম্পট রুহেল পলাতক রয়েছে।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিঠুন রায় জানান, শিশুটিকে ধর্ষণের অভিযোগে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির অবস্থা আশঙ্কাজনক।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন জানান, বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে শুনেছি। কিন্তু এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।