খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরওয়ানার প্রতিবাদে হবিগঞ্জ জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০১৬, ৬:৫৪ অপরাহ্ণ
সুরমা নিউজঃ বাংলাদেশের ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলায় গ্রেফতারী পরওয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে হবিগঞ্জ জেলা ছাত্রদল। শনিবার দুপুর ১১টায় হবিগঞ্জ শহরের খোয়াইমুখ এলাকা থেকে মিছিলটি শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরীর পরিচালনায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সহ সভাপতি আরিফে রাব্বানী টিটু, মখরিছুর রহমান ফয়সল, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম ও মহিবুর রহমান শাওন প্রমুখ।
সভায় বক্তার বলেন- বর্তমান আওয়ামীলীগ সরকার একদলীয় শাসন ব্যবস্থার মাধ্যমে বাকশাল কায়েম করেছে। এই সরকার গণতন্ত্রকে হত্যা করে বিরোধদল দমনে মরিয়া হয়ে উঠেছে। এই ফ্যাসিষ্ট সরকার বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে ভয় পায়। তাই বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে এই সরকার হয়রানী করছে। বক্তারা অনতিবিলম্বে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা ও গ্রেফতারী পরওয়ানা প্রত্যাহারের দাবী জানান।