ছাতকে র্যাবের অভিযান : ১৫শ বোতল মদসহ একজন আটক
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০১৬, ৫:৩৬ অপরাহ্ণ
সুরমা নিউজঃ ছাতক উপজেলার পীরপুর দক্ষিণ পাড়ার আনকার আলীর বাড়ির পেছনে মার্টির গর্ত থেকে ১৫শ বোতল বিদেশী মদ উদ্ধার জব্দ করেছে র্যাব-৯ সিপিসি-১ এর একটি টিম। এসময় মো. খালিক (২৮) নামের একজনকে আটক করা হয়েছে। শনিবার ভোরে এ অভিযান চালানো হয়। মো. খালিক ছাতকের মরজা (মোড়লবাড়ি) এলাকার মৃত ইসহাক আলীর ছেলে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, আনকারী সক্রিয় চোরাচালান ও মাদকচক্রের প্রধান। মো. খালিক আনকারের বিশ্বস্ত সহযোগী। এরা দীর্ঘদিন ধরে ভারত থেকে চোরাপই পথে মদ এনে সিলেট ও সুনামগঞ্জে বিক্রি করে আসছিল।
জব্দকৃত মাদক ও আটককৃত খালিককে ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।