সিলেটী ভাষা শিখতে পারলে নিজেকে গর্বিত মনে করব -আহমদ হোসেন
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০১৬, ১০:১৬ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
উপমহাদেশের প্রাচীন ও বৃহত্তম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগে সিলেট বিভাগের দায়িত্ব পাওয়া সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন শুক্রবার সিলেটে এসে সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগের পৃথক সভায় বক্তৃতা করেছেন।
সিলেট বিভাগের দায়িত্ব পাওয়ার পর সিলেট আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে এটাই ছিল তাঁর প্রথম বৈঠক। দুটি সভাতেই তাঁর বক্তব্যে তিনি সিলেট সম্পর্কে নানা কথা বলেছেন এবং দায়িত্ব সফলভাবে পালনে সিলেটের মানুষের দোয়া ও সহযোগীতা চেয়েছেন।
সিলেটের ভাষা নিয়ে আহমদ হোসেন বলেন- সিলেটী লোকজনদের স্থানীয় ভাষার প্রতি টান দেখে তিনি মুগ্ধ। তিনি সিলেটবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন- দেশের আর কোন যায়গার মানুষকে স্থানীয় ভাষার প্রতি এমন টান থাকতে দেখেননি তিনি। একজন সিলেটীর দেশ কিংবা দেশের বাইরে আরেক সিলেটীর সাথে দেখা হলে তারা সিলেটী ভাষায় কথা বলা শুরু করে দেয়। সারাদেশে এখন স্থানীয় ভাষা ত্যাগ করে শুদ্ধ ভাষা ব্যবহার শুরু হচ্ছে। কিন্তু সিলেটীরা এদের থেকে আলাদা।
তিনি আরো বলেন- সিলেট বিভাগের দায়িত্ব পালনকালে যদি সামান্য পরিমাণ সিলেটী ভাষা তিনি শিখতে পারেন তবে নিজেকে গর্বিত মনে করবেন।