মৌলভীবাজারে সাংবাদিকতার সহজ পাঠ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর ২০১৬, ৭:১২ অপরাহ্ণ
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে সাংবাদিকতার সহজ পাঠ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত । মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের উদ্যোগে ও শ্রীমঙ্গল নিউজ কর্নার এবং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম হ্যালো এর সহযোগীতায় শুক্রবার সকালে আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসীন মিয়া মধু।
শ্রীমঙ্গল পাঁচ ভাই রেস্টুরেন্টের পাটি সেন্টারে জেলা সাংবাদিক ফোরামের সভাপতি বকসি ইকবাল আহমদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলার মীর এম এ সালাম, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি সুজিত বৈদ্য, অধ্যাপক অবিনাশ আচার্য্য সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক তমাল ফেরদৌস দুলাল।
কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম হ্যালো”র সমন্বয়ক নুরুন নাহার মাওলা, অধ্যাপক অবিনাশ আচার্য্য, সাংবাদিক ইসমাইল মাহমুদ, সাংবাদিক তমাল ফেরদৌস দুলাল, সাংবাদিক সরওয়ার আহমদ ও বিকুল চক্রবর্তী।
কর্মশালায় সাংবাদিকতার প্রাথমিক জ্ঞান, ভাষারীতি, বানান, প্রতিবেদন ও ভিডিও সংবাদ, শিশু অধিকার, শিশু সাংবাদিকতায় বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম এর হ্যালো ও প্রিজম নিয়ে আলোচনা হয়।
কর্মশালায় ৮ জন শিশু সাংবাদিকসহ সাংবাদিকতায় নতুন আরো ৩০ জন সাংবাদিক অংশনেন।
বিকেলে কর্মশালার দ্বিতীয় পর্বে অনুষ্টিত হয় সমাপনি ও সনদ বিতরন অনুষ্ঠান। সমাপনি অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি বিশ্বজ্যিৎ পাল, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট চিকিৎসক সমাজসেবী ডা. হরিপদ রায় প্রমুখ।
এ ব্যাপারে জেলা সাংবাদিক ফোরামের সভাপতি বকসি ইকবাল আহমদ জানান, সাংবাদিকতায় নতুন প্রজন্মকে উৎসাহ দিতে এবং যারা সাংবাদিকতায় নতুন এসেছেন তাদের মান উন্নয়নে এ কর্মশালার আয়োজন করা হয়।