শ্রীমঙ্গলে সন্ত্রাসী হামলায় মিষ্টির দোকানের কর্মচারী গুরুতর আহত
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০১৬, ১১:১৭ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সন্ত্রাসী হামলায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালাপুর বাজারে মিষ্টির দোকানের এক কর্মচারীকে সন্ত্রাসীরা পিটিয়ে গুরুতর আহত করেছে। গতকাল বুধবার সকালে কালাপুর ইউনিয়নের লামুয়া গ্রামের মৃত সুন্দর মিয়ার ছেলে মোঃ সজলু মিয়া (৩৫)-কে বাড়ী থেকে দোকানের আসার পথে কালাপুর গ্রামের পাকা সড়কে সন্ত্রাসীরা লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। আহত অবস্থায় তাকে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমেেপ্লক্সে ও পরে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য মুজিবুর রহমান ও ছাদ মিয়া রেনু তাকে দেখতে শ্রীমঙ্গল হাসপাতালে ছুটে যান। এসময় তারা জানান, সজলু নিরিহ প্রকৃতির লোক। সে রুটির দোকানের কারিগর। তার উপরে পুরো সংসারের দায়িত্ব। সন্ত্রাসীদের আঘাতে তার পায়ের বিভিন্ন অংশ ভেঙ্গে গেছে।
এ ব্যাপারে সজলুর চাচাতো ভাই একলিম মিয়া জানান, শ্রীমঙ্গল থানাকে মৌখিকভাবে অবগত করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে।