সিলেটের ইসকন মন্দিরে উত্তেজনা
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০১৬, ১০:৪৫ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেট নগরীর মধুশহীদস্থ ইসকন মন্দিরের সামনে চার বহিষ্কৃত ভক্তের অবস্থান ও এক ছাত্রকে মারধরের ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়। তবে ঘটনাস্থলে পুলিশ পৌঁছার পর পরিস্থিতি শান্ত হয়।
ইসকন মন্দিরের অধ্যক্ষ গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী জানান, ইসকনের নিয়ম ও শৃঙ্খলা ভঙ্গের কারণে গতকাল বুধবার পা-ব গোবিন্ধ দাস, বজ্র কৃষ্ণ দাস, প্রেমানদী দাস, বিপিন বিহারী দাসকে বহিষ্কার করা হয়। আজ সকালে তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় জিডি করা হয়।
আজ সন্ধ্যা ৬টায় ওই বহিষ্কৃতরা তাদের সমর্থকদের নিয়ে মন্দিরের সামনে অবস্থান নেয়। এসময় মন্দিরের ভক্তি বেদান্ত ব্যাচের ছাত্র বিশ্বপতি নিতাই দাস (২৪) মন্দিরের বাইরে বের হলে বহিষ্কৃতরা তার ওপর হামলা করে। তার শার্ট ছিঁড়ে ফেলা হয়। তিনি দৌড়ে ফের মন্দিরে গিয়ে ঢুকেন।
অধ্যক্ষ গৌরাঙ্গ দাস জানান, হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। বর্তমানে মন্দিরে সব ধরনের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
নগরীর লামাবাজার ফাঁড়ি ইনচার্জ বেনু সূত্রধর জানান, নিতাই দাস নামক এক ছাত্রকে মারধর করেছে বহিষ্কৃতরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।