সিলেটে মেয়েকে ধর্ষণচেষ্টায় বাবা গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০১৬, ১০:৩৬ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেট নগরীর লালদিঘীরপার এলাকায় একটি হোটেলে মেয়েকে ধর্ষণচেষ্টায় নরপশু বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে ইলিয়াস মিয়া (৫৫) নামক ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
ইলিয়াস সিলেটের মোগলাবাজার থানার মোকাম দুয়ার এলাকার বাসিন্দা।
সিলেট নগরীর কোতোয়ালী থানার এসআই ফয়েজ আহমদ জানান, ডাক্তার দেখানোর কথা বলে মেয়েকে নিয়ে বৃহস্পতিবার দুপুরে সিলেট শহরে আসেন ইলিয়াস মিয়া। বিকেলে ডাক্তার দেখাবেন অজুহাত দেখিয়ে মেয়েকে নিয়ে লালদিঘীরপারস্থ হোটেল আল-ইসলামে ওঠেন তিনি। হোটেল কক্ষে মেয়েকে ধর্ষণের চেষ্টা চালান ইলিয়াস মিয়া।
এসময় কক্ষের ভেতর ধস্তাধস্তির শব্দ শুনে হোটেলের ম্যানেজার বিষয়টি পুলিশকে অবহিত করেন। কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর ওই মেয়ে পুলিশের কাছে বাবার বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে ইলিয়াস মিয়াকে আটক করা হয়।
পরে মেয়ের মামলার প্রেক্ষিতে ইলিয়াস মিয়াকে সন্ধ্যায় গ্রেফতার দেখানো হয়।
ওই মেয়ে বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন বলেও জানিয়েছেন এসআই ফয়েজ।