অর্থ আত্মসাৎ মামলায় আটক সুব্রতের মুক্তির দাবিতে সন্তান কমান্ডের মিছিল-সমাবেশ
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০১৬, ৬:০৭ অপরাহ্ণ
সুরমা নিউজঃ সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েলের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। বৃহস্পতিবার বেলা ২টার দিকে সন্তান কমান্ড জেলা শাখার উদ্যোগে মিছিলটি বের করা হয়।
সন্তান কমান্ড জেলা শাখার সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন পারভেজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জবরুল হোসেনের পরিচালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, জেলার ডেপুটি কমান্ডার আকরাম আলী, সহকারী কমান্ডার সাইফুল হোসেন ফটিক, সাংগঠনিক কমান্ডার আব্দুল হক, সহকারী কমান্ডার আতিক আহমদ চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা কমান্ডার কুটি মিয়া, মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলা শাখার আহ্বায়ক শাহীন আহমদ চৌধুরী নয়ন, সন্তান কমান্ড সিলেট জেলা শাখার সহ সভাপতি শাহ নেওয়াজ, সারোয়ার আহমদ চৌধুরী, ইকবাল বাহার, মো. নাজিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম, তোফায়েল আহমদ রাজু, সহ সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম আলী, অর্থ সম্পাদক মো. ইবাদুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক সালা উদ্দিন বাবু, শিক্ষা পাঠাগার ও মিলনায়তন সম্পাদক মাসুম আহমদ, সদস্য শাহীন আহমদ সাবুল, যুব কমান্ড সিলেট জেলা শাখার সদস্য সচিব বদরুল আহমদ বুলবুল, যুগ্ম আহ্বায়ক মো. সাদিকুর রহমান। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন যুব কমান্ড সিলেট জেলা শাখার সদস্য রাজু আহমদ কামাল, সুব্রত চন্দ্র পাল, পান্ডব দে, বিশ্বজিৎ দত্ত, পলক রায়, সঞ্জয় বিশ্বাস, দেলোয়ার আহমদ, মিটু দে, আব্দুল বাতিন, মৌরশ আলী, আবু সুফিয়ান প্রমূখ। -প্রেস বিজ্ঞপ্তি