সুনামগঞ্জে শহীদ জগৎজ্যোতির ৪৫তম প্রয়াণ দিবস পালন
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০১৬, ৫:৩৭ পূর্বাহ্ণ
সুরমা নিউজঃ ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ সরকারি কলেজ সংসদের উদ্যোগে শহীদ জগৎজ্যোতি দাসের ৪৫তম প্রয়াণ দিবস পালন করা হয়েছে। বেলা ১১টায় কলেজ ক্যাম্পাসে এ উপলক্ষে মিছিল, শহীদ জগৎজ্যোতি স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ এবং ছাত্র সমাবেশ করেছে কলেজ সংসদ। কলেজ সংসদের সভাপতি দ্বিপাল ভট্টাচার্যের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদব পুলক তালুকদারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, কলেজ সংসদের সহ-সাধারণ সম্পাদক সুকান্ত দত্ত, দপ্তর সম্পাদক সাইদুর রহমান, মলয় কর, শহর সংসদের অর্থ সম্পাদক নূর জাহান বেগম, ছাত্রনেতা শায়েল আহমেদ, সামছুল আলম, নিরঞ্জন দে, তিপেশ দাস, নিতু বর্মন, সুবোধ বিশ্বাস, সহ-সভাপতি রান্টু কান্ত দাস।
সমাবেশে বক্তারা বলেন, শহীদ জগৎজ্যোতিকে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত না করা জাতির জন্য লজ্জাজনক। আমরা আশা করি শহীদ জগৎজ্যোতিকে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করে সরকার জাতিকে কলংক মুক্ত করবে।