স্কুলে যেতে বিলম্ব: এমসি একাডেমীতে দুই শিক্ষার্থী নির্যাতন
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০১৬, ১১:০৫ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
শিশুর মানসিক বিকাশের অন্তরায় বলে শিক্ষাপ্রতিষ্ঠানে শারীরিক শাস্তি নিষিদ্ধ করে পরিপত্র জারি করা হয়েছিল ২০১০ সালে। ২০০৮ সালেও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক শাস্তি নিষিদ্ধ করে পরিপত্র জারি করেছিল। কিন্তু দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কি সেই নিষেধাজ্ঞা মানছে? প্রায়ই শিক্ষকের দেওয়া শাস্তি ভোগ করে অনেক শিক্ষার্থীর আহত হওয়ার খবর প্রকাশিত হয় সংবাদ মাধ্যমে।
সম্প্রতি শিক্ষামন্ত্রীর নির্বাচনী এলাকায় গোলাপগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ এমসি একাডেমীতে স্কুলে যেতে বিলম্ব হওয়ায় প্রথম শ্রেণীর কোমলমতি দুই শিশু শিক্ষার্থী নির্যাতনের শিকার হয়েছেন। নির্যাতিত শিক্ষার্থীদের নাম তাওহিদা আকবর ও মারওয়ানুল ইসলাম ।
মঙ্গলবার স্কুলে যেতে নির্ধারিত সময়ের থেকে একটু বিলম্ব হওয়ার কারনে শিক্ষার্থীদ্ধয়কে এক ঘন্টা রোঁদে দাঁড় করিয়ে রাখেন সুভ্রত নামের এক শিক্ষক।
ঐতিহ্যবাহী বিদ্যাপিঠে এমন কোমলমতি শিশু শিক্ষার্থী নির্যাতনের প্রতিবাদে ফুঁসে উঠেছে বৃহত্তর ফুলবাড়ী এলাকার সর্বস্তরের জনগণ এবং এক সভা আহ্বান করেছেন। সভা থেকে মানববন্ধন এর ডাক আসতে পারে বলেও জানিয়েছেন এলাকাবাসীর কয়েকজন।