সিলেটে জুয়ার আসর থেকে চার জন আটক
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০১৬, ১০:৩৫ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেটে জুয়ার আসর থেকে চার এজেন্টকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৬ নভেম্বর) বিকেলে নগরীর লালদিঘীর পাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন জেলার দক্ষিণ সুরমা মোগলাবাজার রায়পুর গ্রামের এলাই মিয়ার ছেলে জামিল হোসেন (২৭) ও ঘাসিটুলার মঈন উদ্দিন আহমদের ছেলে জাহেদ আহমদ (২৫), কিশোরগঞ্জের অষ্টগ্রামের সোনাদিঘীর পূর্বপাড়ের মৃত হিরণ মিয়ার ছেলে খায়রুল ইসলাম (২৫), একই জেলার খয়ারপুর গ্রামের মৃত নূর হোসেনের ছেলে আরজ মিয়া (৪৮)।
তথ্যের সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ্ বলেন, জুয়ার আসর থেকে তীর-ধনুক ও নগদ ১ লাখ ৪০ হাজার টাকা জব্দ করা হয়েছে।