সিলেট ধর্ষণ মামলার আসামী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০১৬, ১০:১০ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ী এলাকার মোমিনখলা পাঠানপাড়া এলাকায় ধর্ষণ মামলার এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাত ৯ টার দিকে র্যাবের একটি বিশেষ টিম গোপণ সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী হচ্ছেন মোহাম্মদ সোহেল আহম্মদ উরফে কাওছার আহমদ (৩৫)। সে শাহপরাণ থানাধীন মুক্তিরচক এলাকার পশ্চিম মুরাদপুর গ্রামের আবদুল মালিক মানিক মিয়ার ছেলে।
সে দক্ষিণ সুরমা থানায় দায়েরকৃত নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত মামলার এজাহারনামীয় পলাতক আসামী। মামলা নং-২৫(১০)১৬।
র্যাব জানায়- গ্রেফতারকৃত সোহেল আহম্মদ উপরোক্ত মামলার বাদীনির সাথে বিয়ের প্রলোভন দেখিয়ে কয়েকবার ধর্ষন করে আসছিল। জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তার বাড়িতে স্ত্রীসহ দুটি ছেলে সন্তান রয়েছে এবং গ্রেফতার এড়ানোর জন্য দীর্ঘদিন যাবৎ সিলেটের বিভিন্ন স্থানে আত্মগোপণে ছিল। সোহেলকে এসএমপি’র দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।