ইলিয়াস আলী নিখোঁজে’র ৫৫ মাস : সন্ধান দাবীতে সিলেটে মানববন্ধন কাল
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০১৬, ৮:০০ অপরাহ্ণ
সুরমা নিউজঃ বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ ইলিয়াস আলী ‘নিখোঁজে’র ৫৫ মাস পূর্ণ হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। এতো দীর্ঘ সময়েও ইলিয়াসের সন্ধান না পাওয়ার প্রতিবাদে এবং তাঁর সন্ধান দাবিতে সিলেটে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে।
ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ, ইলিয়াস মুক্তি যুব সংগ্রাম পরিষদ এবং ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদ যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করেছে। উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল মধ্যরাতে রাজধানী ঢাকার বনানীর বাসায় ফেরার পথে ব্যক্তিগত গাড়ি চালক আনসার আলী সহ ‘গুম’ হন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানী নগর এর সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী। দীর্ঘ সাড়ে ৪ বছর অতিবাহিত হলেও এখন ও তিনি নিখোঁজ রয়েছেন।