চলতি মাসেই স্কয়ার হাসপাতাল থেকে সিআরপিতে নেওয়া হবে খাদিজাকে
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০১৬, ১০:১৯ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেটে ছাত্রলীগ নেতার হামলার শিকার হয়ে জীবন সংকটে থাকা খাদিজা বেগম নার্গিসের শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে।
চলতি মাসের মধ্যেই তাকে চিকিৎসার জন্য সাভারের সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি) স্থানান্তর করা হতে পারে বলে জানিয়েছেন স্কয়ার হাসপাতালের চিকিৎসকরা।
স্কয়ার হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের জ্যেষ্ঠ পরামর্শক ডা. রেজাউস সাত্তার বলেন, খাদিজা এখন ডান হাত ও ডান পা নাড়াতে পারছেন। তবে শরীরের বাম অংশ এখনও কিছুটা অসার রয়েছে। এজন্য তাকে সাভারে পাঠানোর বিষয়ে চিন্তা ভাবনা চলছে। সেখানে চিকিৎসা দেওয়া হলে সে পুরোপুরি সুস্থা হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।
খাদিজার বাবা মাসুক মিয়া বলেন, খাদিজার শারীরিক অবস্থা আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে। খাদিজা এখন সবাইকে চিনতে পারছে, কথা বলছে। মেয়ের সুস্থতার জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
গত ৩ অক্টোবর খাদিজাকে কুপিয়ে গুরুতর জখম করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সহ-সম্পাদক বদরুল আলম। ঘটনার পরপরই কলেজের শিক্ষার্থীরা বদরুলকে পুলিশের হাতে সোদর্প করে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বদরুলকে স্থায়ী বহিষ্কার করে।
মঙ্গলবার এই ঘটনায় দায়েরকৃত মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত। ২৯ নভেম্বর চাঞ্চল্যকর এই মামলার অভিযোগ গঠন করা হবে।