এমসি কলেজে জাকজমকপূর্ণভাবে নবীনবরণ অনুষ্টিত
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০১৬, ৯:২৩ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের প্রাচীন বিদ্যাপীঠ মুরারী চাদঁ কলেজে প্রত্যেক বিভাগে নিজস্ব সৃজনশীল শ্লোগান সামনে রেখে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীদেরকে জাকজমকভাবে বরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১ টায় কলেজের প্রত্যেক বিভাগের নিজস্ব ভবনে এই নবীনবরণ অনুষ্টিত হয়।
নবীনদের ফুলের তোড়া প্রদানের মাধ্যমে কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থী এবং কর্মচারীরা স্বাগত জানান।
নবীনবরণ অনুষ্টানে প্রত্যেক বিভাগের শিক্ষকবৃন্দ নবীনদের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এদিকে নবীনবরণ অনুষ্টানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ একটি জাকজমকপূর্ণ অনুষ্টানের আয়োজন করে। ফুল দিয়ে নবীনদের গ্রহণ করার পাশাপাশি স্মৃতিময় স্বারক ক্রেস্ট প্রদান করেন শিক্ষার্থীরা।
এছাড়াও নবীনদের উৎসাহ উদ্দীপনা তৈরীর লক্ষে প্রজেক্টরের সাহায্যে দিকনির্দেশনামূলক ভিডিও ক্লিপ দেখানো হয়।