বদরুলের অভিযোগ গঠনের শুনানি ২৯ নভেম্বর
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০১৬, ৬:৪৮ অপরাহ্ণ
সিলেট জজকোর্টের অতিরিক্ত পিপি শামসুল ইসলাম চার্জশিট গ্রহণের সত্যতা নিশ্চিত করে জানান, খাদিজা হত্যাচেষ্টা মামলার তদন্ত কর্মকর্তা সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান থানার এসআই হারুনুর রশীদ হামলাকারী বদরুল আলমকে একমাত্র আসামি করে ৮ নভেম্বর চার্জশিট দাখিল করেন।সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মূসা জানান, আদালত চার্জশিট গ্রহণ করে বিচার শুরুর জন্য চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠান।মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশীদ জানান, আলোচিত এ মামলায় ভিকটিম খাদিজা আক্তার নার্গিসের সঙ্গে কথা বলার চেষ্টা করেও তার শারীরিক অবস্থা কথা বলার মতো না হওয়ায় তার বক্তব্য ছাড়াই ৩৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বদরুলকে একমাত্র আসামি করে চার্জশিট দেওয়া হয়েছে।
এদিকে খাদিজার ওপর হামলার ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। বদরুলের দ্রুত শাস্তির দাবি ওঠে সর্বত্র। দেশজুড়ে বিক্ষোভ-প্রতিবাদের মুখে সরকারের উচ্চ মহল থেকেও বদরুলের দ্রুত শাস্তি নিশ্চিতের আশ্বাস দেওয়া হয়। ৩ অক্টোবর খাদিজার ওপর হামলার পরপরই বদরুলকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন এমসি কলেজের শিক্ষার্থীরা। ৪ অক্টোবর এ ঘটনায় নগরীর শাহপরান থানায় মামলা দায়ের করেন খাদিজার চাচা আবদুল কুদ্দুস। ৫ অক্টোবর হামলার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেয় বদরুল।হামলার পর খাদিজাকে উদ্ধার করে প্রথমে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১০ দিন লাইফ সাপোর্টে থাকার পর ১৩ অক্টোবর খাদিজার লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়। খাদিজার অবস্থা এখন উন্নতির পথে। সরকারের পক্ষ থেকে খাদিজার চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস দেওয়া হয়েছে।