সিলেটে এনা বাসের ধাক্কায় পথচারী নিহত, ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০১৬, ১:২৪ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের দক্ষিণ সুরমার কদমতলীতে মঙ্গলবার সকাল ০৯টার দিকে এনা পরিবহনের বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।
এর প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী হুমায়ুন রশীদ চত্বরে সড়ক অবরোধ করেন। অবশ্য, এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার (সদর দক্ষিণ) জেদান আল মুসাসহ সংশ্লিষ্টদের আশ্বাসে তারা কিছুক্ষণ পর অবরোধ প্রত্যাহার করেন।
নিহত ব্যক্তির নাম-আব্দুল হান্নান (৬৫)। তিনি কদমতলী স্বর্ণশিখা আবাসিক এলাকার মৃত রইছ মিয়ার পুত্র।
এডিসি জেদান আল মুসা জানান, এনা পরিবহনের একটি বাস উল্টো দিকে যাওয়ার সময় ওই পথচারীকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী রাস্তায় ব্যারিকেড দিলে পুলিশী আশ্বাসে তা প্রত্যাহার করা হয়।